ফসলের মাঠে গভীর নলকূপের পাশে বৃদ্ধের লাশ !!

285
ফসলের মাঠে গভীর নলকূপের পাশে বৃদ্ধের লাশ !! ছবি-এম রাসেল

সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ, জয়পুরহাট): জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের ফসলের মাঠে পাওয়া গেছে এক বৃদ্ধ  ব্যক্তির লাশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হিন্দা কসবা গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

মৃত  ব্যক্তির নাম আরাম হোসেন সরদার ওরফে ঠান্ডু (৫০)। তিনি হিন্দা শাহীপাড়ার মৃত আফছার আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আরাম হোসেন সরদার ডিম কেনার কথা বলে আগের দিন ১৭/৬/২০ ইং বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন।

এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করে তাঁকে পাননি।

আজ সকালে হিন্দা কসবা ফসলি মাঠের গভীর নলকূপের ঘরের পাশে তাঁর লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

ক্ষেতলাল থানার পরির্দশক (তদন্ত) আবু রায়হান বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু বলেনি পুলিশ ।