ফ্লাইট স্টুয়ার্ডেস পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকুরীর সুযোগ

154
ফ্লাইট স্টুয়ার্ডেস পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকুরীর সুযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফ্লাইট স্টুয়ার্ডেস পদে লোকবল নেবে। রাজস্ব খাতের এ পদে নিয়োগ পাবেন ১০০ জন।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে আবেদন শুরু হয়েছে আর করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা:

ক. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়।
খ. ফলাফল: ন্যূনতম জিপিএ–৩.০ (৫.০-এর মধ্যে) (এসএসসি ও এইচএসসি অথবা সমমান)। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ-২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে।
গ. ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।

ঘ. উচ্চতা: সর্বনিম্ন ১৬১ সেমি; ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই: ১৮.৫-২৫.০)।
ঙ. প্রার্থীদের ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে।
চ. দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়।

ছ. বয়স: ১৯ থেকে ২৫ বছর (১৯-০৯-২০২২ তারিখে), এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

জ. সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।

বেতন ও ভাতা

ক. বেতন স্কেল: ১৫,৯০০ টাকা থেকে ৩৮,৪০০ এবং আনুষঙ্গিক ভাতাদি।
খ. বেতনের সঙ্গে মিলবে উৎসব ভাতা।
গ. দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ আছে।
ঘ. বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা।
ঙ. উন্নত চিকিৎসা সুবিধা।
চ. পোশাক ভাতা।

আবেদন ফি: ১১২০ টাকা।

আবেদনের পদ্ধতি: 

আবেদনের শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।http://bbal.teletalk.com.bd-তে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এ ছাড়া www.biman.gov.bd ও www.biman-airlines.com-ও নিয়োগ বিজ্ঞপ্তিসহ নানা তথ্য পাওয়া যাবে।