বগুড়াতে মেস শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ নেতা “সাজ্জাদ আলম পারভেজ”

687

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): বগুড়ায় মেস ভাড়া মওকুফের দাবিতে জেলা প্রশাসক মহোদয়ের নিকটে আবেদন করেন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক “সাজ্জাদ আলম পারভেজ”।

আজ বৃস্পতিবার (০৭.০৫.২০২০ইং) দুপুর ১২টার দিকে এই বিষয়ে তিনি জেলা প্রশাসকের নিকটে আবেদন পত্র প্রদান করেন।

তিনি পত্রে উল্লেখ করেন, এই করনা মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সকল শিক্ষার্থী ভাই-বোনেরা বিগত ১৭.০৩.২০২০ ইং তারিখ থেকে তাদের নিজ গৃহে অবস্থান করছেন। এবং আরো প্রায় ৫ মাসের মত গৃহে অবস্থান করতে হতে পারে।

কিন্তু এমতাবস্থায় মেস মালিকগন ভাড়া পরিশোধের তাগিদ দিচ্ছেন ও ভবিষ্যতে চাপও সৃষ্টি করতে পারেন।তিনি আরো উল্লেখ করেন যে, বগুড়ায় শতকরা ৮০% শিক্ষার্থী পরিবার নিম্নবিত্ত ও কৃষক ঘরের সন্তান।

এ কারনে তিনি মেস ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট বিনীত নিবেদন করেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মহোদয় তাকে সু-আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা ঈশ্বর, কাওসার, সাফল্য, মিতু, ফয়সাল প্রমুখ।