বগুড়াবাসী সাবধান আজ নতুন করে ২৯জন করোনা শনাক্ত!

310

সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): যত দিন যাচ্ছে ততই বগুড়ার করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রুপ নিচ্ছে। আজ ৩০মে শনিবার বগুড়ায় নতুন করে ২৯জনের শরীরে করোনায শনাক্ত হয়েছে।

যাদের মধ্যে পুরুষ ২৩জন ও মহিলা ৬জন। এদের মধ্যে সদরের ২০জন, শাজাহানপুরের ২জন, দুপচাচিয়ার একজন, শেরপুর ৩জন, আদমদীঘি একজন ও ধুনট ২জন।

আজ শজিমেকের ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৫৬ জনের মধ্যে (২৯জন পজিটিভ),এবং জয়পুরহাটের ৩২ জনের মধ্যে (২জন পজিটিভ)।

এই নিয়ে বগুড়া জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা-৩২২ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২০জন। মৃত্যু- একজন। এখন চিকিৎসাধীন রয়েছেন ৩০১ জন।

সুত্র: ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।

বি:দ্র: আজ যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফলে দেরীতে এসেছে । এর বাইরে কিছু জানা যায়নি তবে বিস্তারিত জানা গেলে আলাদা পোস্টে তা জানানো হবে।