স্টাফ রিপোর্টার: আজ সোমবার ২২ জুন বেলা ১১টায় প্রতিদিনের ন্যায় আজও বগুড়ার সিভিল সার্জন অফিস থেকে জেলার করোনা সংক্রান্ত তথ্য প্রদান করা হয়েছে।
তথ্য প্রদানকালে ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান তুহিন জেলায় গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতির বর্ণনা তুলে ধরেন।
তার বর্ণনা থেকে জানা যায়, আজ বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১’শত ৯ জন। এর মধ্যে ৮২ জন পুরষ, ২১ জন মহিলা ও ৬ জন শিশু।
এ পর্যন্ত মোট আক্রান্ত ২’হাজার ১’শত ৯৪ জন। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ২শত ৪৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৩ জন।
বর্তমানে শুধু বগুড়ার সদরেই মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১’হাজার ৫’শত ৫৬ জন ।