স্টাফ রিপোর্টার : বগুড়ায় নতুন করে ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৮, নারী ১১ ও শিশু ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১ জন।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন নিয়মিত ফেসবুক লাইভে এসব কথা জানিয়েছেন । গতকাল শুক্রবারের ফলাফল শনিবার জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ লাইভে জানায়, জেলার দুটি আরটি পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার ফলাফর দেওয়া হয়। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিন শিফটে নমুনা পরীক্ষা করা হয় ২৮২ টি।
এর বগুড়ার নমুনা ছিল ২৭০টি। শনাক্ত হয় ৫৫ জন। অপরদিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে বগুড়ার ৪১ টি নমুনা পরীক্ষায় ১৬ জন করোনা পজিটিভ হয়।