সারিয়াকান্দিতে করোনায় জনসচেতনতা ও মাক্স বিতরণ করলেন-মেয়র আলমগীর শাহী সুমন

বগুড়ায় করোনায় জনসচেতনতা ও মাক্স বিতরণ করলেন-মেয়র আলমগীর শাহী সুমন। ছবি-সনি

 সুপ্রভাত বগুড়া (সামিউল সনি, সারিয়াকান্দি): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার উদ্যোগে বুধবার সকালে পৌর এলাকায় প্রধান প্রধান সড়কে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে জনসচেতনতামূলক প্রচারণা করেন- সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলমগীর শাহী সুমন।

প্রচারণায় অংশ নেন, পৌর ওয়ার্ডের কাউন্সিলরগন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ সহ সাংবাদিকবৃন্দ।

এসময় তিনি সরকারি স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে চলা সহ বিভিন্ন স্থানে জনগণের মাঝে মাইকিং ও পথচারীদের মাক্স বিতরণ করা হয়।

তিনি অনলাইন গণমাধ্যমকে বলেন, বৈশ্বিক দূর্যোগ করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here