বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে ব্যাংকারের মৃত্যু !!

বগুড়ায় করোনা আক্রান্ত ব্যাংকারের মৃত্যু !! ছবি-দৌলত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় একেএম শাহজাহান আলী (৫৫) নামে এক ব্যাংক  কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোর পৌণে ৫টায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান।

বগুড়া শহরের বগুড়াপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে শাহজাহান আলী জনতা ব্যাংক বগুড়া কর্পোরেট শাখার সিনিয়র অফিসার ছিলেন।টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনা পজিটিভ শাজাহান আলীকে সংকটাপন্ন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তি করা হয়েছিল।

জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) সানাউল হক জানান, বেশ কয়েকদিন আগে শাহজাহান আলীর জ্বর অনুভব করেন। তার অ্যাজমা এবং উচ্চ রক্তচাপ ছিল। নমুনা পরীক্ষায় গত ২৩ জুন তিনি করোনা পজিটিভ হন।

তার পর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার অক্সিজেনের  মাত্রা অস্বাভাবিক পর্যায়ে কমে আসতে শুরু করে। এরপর পরিবারের সদস্যরা তাকে রাতে টিএমএসএম মেডিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here