বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু !

231
বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু !

সুপ্রভাত বগুড়া (দৌলত জামান): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হলো।

আজ রোববার (৭ জুন) বেলা ১১ টার দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে তিনি মারা যান।

মৃত পারভিজ চপল (৫৯) বগুড়া শহরের কলোনী এলাকার মনসুর রহমানের স্ত্রী। তিনি করোনা পজিটিভ হিসেবে গত ৫ জুন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান।বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ শফিক আমিন জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে মৃতা নারীর জানাজা সম্পন্ন করে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য মরদেহ দাফন করবেন।

উল্লেখ্য, বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১২ জন।