বগুড়ায় করোনা পরিস্থিতিতে হাজার পরিবারের মাঝে আল মামুন আকন্দের ঈদসামগ্রী বিতরণ

277

সুপ্রভাত বগুড়া (খালেদ সিদ্দিকী): বগুড়ার শাজাহানপুরের বনানী গন্ডগ্রাম এলাকায় করোনা ভাইরাস এর কারনে বেকার ১০০০ পরিবার মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরন করেছেন রাজা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি  ও বগুড়া পৌরসভার ১৩ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আল-মামুন আকন্দ। 

এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ১ কেজি চিনি ও আধা কেজি লাচ্ছা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্যক্রমের উদ্বোধন করেন বগুড়া পৌর আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, শহর আওয়ামিলীগ নেতা শফিক,

জাতিয় পার্টি (জেপি) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল মজিদ সরকার, জেলা সেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক নুরনবি সরকার, জেলা ছাত্র লীগ এর সহ সভাপতি আব্দুর রাব্বি সাধিন প্রমুখ।

এসময় আল মামুন আকন্দ বলেন করোনা মোকাবিলায় শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে আমরা জন সাধারণ এর মাঝে কাজ করে জাচ্ছি।রমজান মাসে জাতে একটি মানুষ ও না খেয়ে নাথাকে আমরা সেই লক্ষে কাজ করে জাচ্ছি।