বগুড়ায় গ্যাস সিলিন্ডারের মধ্য ফেনসিডিল, আটক ৫ !

729
বগুড়ায় গ্যাস সিলিন্ডারের মধ্য ফেনসিডিল, আটক ৫ ! ছবি-আকাশ

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার মাটিডালী এলাকায় সিএনজি তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল সহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে ৫ জনকে গ্রেফতার করে।

আটকৃতরা হলো জয়পুর হাট জেলার পাচবিবি উপজেলার রতনপুর গ্রামের তমিজ উদ্দিনের পুত্র মোসলেম উদ্দিন(৩৫), বগুড়ার শেরপুর উপজেলার রনবীরবালা মধ্যপাড়া ঘাটপাড়া গ্রামের জহুরুল ইসলাম মিলনের পুত্র শাহজাহান আলী।

ডিবি সূত্রে জানা যায় , জয়পুর হাটের পাঁচবিবি থেকে আসা একটি সিএনজি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের মধ্য থাকা ৫০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করে । ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে আটক করে ডিবি পুলিশ।

ডিবির ওসি আবদুর রাজ্জাক বলেন, আটককৃতদের নামে অনেক মামলা রয়েছে। তারা মাদক কারবারির সাথে জড়িত। তাদেরকে আইনি ব্যবস্থায় কোর্টে প্রেরণ করা হয়েছে।