বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন !

278

সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): বগুড়ায় পারিবারিক বিরোধের জের ধরে ও মাদক ব্যাবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত সুরুজ মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে। জানা গেছে, শহরের মালগ্রামের চাপরপাড়া ও মধ্যপাড়ায় ২ পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার সকালে মারপিটের ঘটনা ঘটে।

ওই সময় সুরুজ একজনের পক্ষ নিয়ে  কথা বলেন। এ কারণে বিকেলের দিকে প্রতিপক্ষ একা পেয়ে সুরুজকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। বগুড়ার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, পারিবারিক বিরোধ ও মাদক ব্যবসা নিয়ে এ হত্যাকান্ড, সংঘটিত হয়েছে বলে আমরা ধারনা করছি।

উভয় পক্ষ মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি , তবে অভিযান চলমান আছে।