বগুড়ায় তারুণ্য নির্ভর শ্রম বান্ধব রাজনীতির এক অনন্য নাম রাকিব উদ্দিন প্রাং সিজার


সুপ্রভাত বগুড়া (এ.কে.দিপংকর, বগুড়া সদর উপজেলা প্রতিনিধি): বগুড়ায় তারুণ্য নির্ভর শ্রম বান্ধব রাজনীতির এক অনন্য নাম রাকিব উদ্দীন প্রাং সিজার। জন্ম বগুড়ার পালশায়।

এখন তিনি বর্তমানে বগুড়ায় একজন সুপরিচিত রাজনীতিবিদ। রাজনীতি শ্রমিকদের নিয়ে। যদিও তার শুরুটা সহজ ছিল না। তিনি বর্তমানে জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি।

একসময় এই সংগঠনটির নামও কেউ জানতো না। তবে তার বলিষ্ঠ মেধা ও কঠোর শ্রম দিয়ে বগুড়ার রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি। যা এখন অনেক সংগঠনকেই পেছনে ফেলে এগিয়ে চলেছে।

বর্তমানে সংগঠনটির জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন সহ ওয়ার্ড ভিত্তিক পর্যন্ত কমিটি গঠিত হয়েছে। যা দলীয় সকল প্রোগামসহ নির্বাচন বা বিভিন্ন দিবসে রাখছে অনবদ্য অবদান।

নেতা কর্মীদের উপস্থিতিও অনেক সংগঠনকে হার মানায়। তিনি যেমন শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার তেমনি করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়াচ্ছেন অসহায়দের প্রতি।

একটি দল চালাতে যেখানে অনেক অর্থের প্রয়োজন পড়ে, সেখানে সেই অর্থের যোগান দিতে তাকে বেছে নিতে হয়নি অপরাধের পথ। করছেন তিনি বৈধ ব্যবসা।

রাজনীতিতে তার পদক্ষেপই বলে দিচ্ছে তিনি বগুড়ার রাজনীতিতে অন্যতম নক্ষত্রে পরিণত হচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here