বগুড়ায় নতুন করে ৪৪ জন করোনা শনাক্ত!

215
প্রতিকী-ছবি

কমতে শুরু করেছে করোনার আক্রান্ত রোগী

স্টাফ রিপোর্টার : কিছুদিন আগেও বগুড়া ছিলো করোনার হটস্পট এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে কমতে শুরু করেছে করোনার সংক্রমণ। সাধারণ মানুষ অনেকটাই সচেতন ভাবে চলছে এই সচেতনার কারণ বগুড়ার প্রশাসন দিন রাত সাধারণ মানুষকে সচেতন করেছেন এবং এখনও করছেন।

মানুষের সেবা করতে গিয়ে অনেক পুলিশ সদস্য প্রাণও হারিয়েছেন, দৈনিক সুপ্রভাত বগুড়া পরিবার থেকে তাদের প্রতি গভির শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বগুড়ার করোনার আপডেট ২৭০ নুমানার ফলাফলের মধ্যে ৪৪ জন পজিটিভ।

আজ ২৮ জুনের ফলাফল জানা যাবে আগামীকাল ২৯ জুন। বগুড়ায় নতুন করে ৪৪ জন করোনা শনাক্ত। এদের মধ্যে পুরুষ ২৯ জন, নারী ১৩ জন ও শিশু ০২ জন।

উপজেলা ভিক্তিক ফলাফলে বগুড়া সদরে ২৩, শেরপুর ৮, শাজাহানপুর ৪, ধুনট ৬, আদমদীঘি ২ এবং দুপচাচিয়া ১ জন।

এদের মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ৩২ জন পজিটিভ, টিএমএস এর ৮২ ফলাফলের মধ্যে ১২ জন পজিটিভ।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৭১৩ জনে, মোট সুস্থ ৩৫২ জন। নতুন ৩০। মোট মৃত্যু ৪৮জন, নতুন ১। এখন আছে ২৩১৩।

সূত্র-ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন ডেপুটি সিভিল সার্জন বগুড়া।