স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বগুড়া জেলা আওয়ামী লীগের ১নং যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন এর সৌজন্যে বঙ্গবন্ধু সৈনিক লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের জিলা স্কুল মাঠে ফলজ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ টি গাছ রোপন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সবুজ সওদাগর ও সাধারণ সম্পাদক জাকারিয়া তারেক বিদ্যুৎ।
এ সময় উপস্থিত ছিলেন শান্ত ইসলাম, মামুনুর রশিদ মামুন, সম্রাট সওদাগর, প্রান্ত ইসলাম, রাকিব হাসান, রাব্বি হাসান, তানভির ইসলাম, রিমন, ফুয়াদ, রেদওয়ান ও সারাফত প্রমুখ।