সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): বগুড়া শহরের আকাশতারা এলাকায় বালু শাকিল (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শাকিল শহরের আকাশতারা তালপট্রি এলাকার শফিকুল ইসলামের ছেলে।
শাকিল বালু ব্যাবসার সাথে দীর্ঘদিন জড়িয়ে থাকায় বালু শাকিল নামে এলাকায় পরিচিত লাভ কর। শাকিলের বিরুদ্ধে ২টি হত্যা মামলা রয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় তাকে ধারালো রামদার আঘাতে হত্যা করা হয়। বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
এর আগে গত শুক্রবার সকাল ১১টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় প্রকাশ্যে মসজিদের সামনে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিষ্টার দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছিল।