বগুড়ায় ভলেনটিয়ার জয়শ্রী চক্রবর্তীর সহযোগীতায় ঘুড্ডি ফাউন্ডেশনের অর্থায়নে ৫০টি কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

262


সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর বগুড়া সদর উপজেলা প্রতিনিধি): বগুড়ায় ঘুড্ডি ফাউন্ডেশনের অর্থায়নে সারাদেশের ন্যায় ৫০ টি কর্মহীন পরিবারের মধ্যে ৫ কেজি চাল, আধা কেজি মসুর ডাল,

৩ কেজি আলু, আধা কেজি করলা, আধা কেজি ঢেঁড়স, আধা কেজি মূলা, ১টি মিষ্টি লাউ, ১ পোয়া কাঁচা মরিচ ও ১ প্যাকেট করে লবণ বিতরণ করা হয়।

এই কাজে সহযোগীতা করেন বগুড়ার ভলেনটিয়ার জয়শ্রী চক্রবর্তী ও তার পরিবার। মানবিক দিক বিবেচনায় ঘুড্ডি ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক কোন গ্রহিতার ছবি তোলা থেকে বিরত থাকা হয়।

এসময় জয়শ্রী চক্রবর্তী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে তাদের মানুষকে সহযোগীতার ইচ্ছা থাকলেও আর্থিক সামর্থ্য না থাকায় তা সম্ভবপর হয়না।

সেজন্য ঘুড্ডি ফাউন্ডেশনের একটি ফরম পূরণ করলে ফাউন্ডেশনটি তাকে ৫০টি পরিবারকে সহযোগীতার অর্থ প্রেরণ করে। সেটা দিয়েই ব্যবস্থা করা হয় ৫০টি পরিবারকে সহযোগীতার।

এসময় তাকে বিশ্বাস করে অর্থ প্রেরণের জন্য ঘুড্ডি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায় জয়শ্রী চক্রবর্তী।