বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যাকান্ডের প্রধান আসামী ফোকরা গ্রেফতার!

201
বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যাকান্ডের প্রধান আসামী ফোকরা গ্রেফতার!। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার: বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যাকান্ডের প্রধান আসামী ফোকরা রাবের হাতে গ্রেফতার। বগুড়া শহরের সাবগ্রাম আকাশতারা এলাকায় যুবলীগ নেতা আবু তালেব (৩৫) হত্যাকান্ডের প্রধান আসামী ফোকরা (২৫) কে গ্রেফতার করেছে বগুড়া রাব ১২।

তাকে নওগাঁ জেলার বদলগাছী থানা এলাকা থেকে আটক করা হয়। ফোকরা আকাশতারা এলাকার শাহজাহান আলীর পুত্র।

র‌্যাব জানায়, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারে মাটিডালী এলাকায় অভিযান চালিয়ে চাকু,বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি,উদ্ধার করে।

উল্লেখ্য গত ১৪ জুন প্রকাশ্য দিবালোকে বালু ব্যবসা কে কেন্দ্র করে তালেব কে হত্যা করা হয়।