বগুড়ায় যুবলীগ নেতা ফিরোজ হত্যা মামলার ১ আসামী গ্রেফতার !

428

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়া যুবলীগ নেতা ফিরোজ হত্যা কান্ডে জরিত থাকা অভিযোগে পুলিশ এনাম হব এমি (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার চালুঞ্জা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার
করা হয়। ঐ মামলার তদন্তকারি কর্মকর্তা  উপশহর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর রহিম রানা জানান, গ্রেফতার এমি মামলার এজাহার ভুক্ত ৫ নং আসামী
তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

হত্যাকান্ডের কয়েক ঘন্টা পর নিহত ফিরোজের স্ত্রী সুমী আক্তার ৮ জনের নাম
উল্লেখ সহ অজ্ঞাতনাম আরো ৭/৮ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারি রহিম রানা এমিকে জিজ্ঞাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে
তুলে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়, তবে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জর করে।

বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, মামলার অন্য আসামীদেরও
গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।