বগুড়ায় যুব কমিটির নেতা কর্মী ও শুভাকাঙ্খীদের মাঝে ফল বিতরণ

196
বগুড়ায় যুব কমিটির নেতা কর্মী ও শুভাকাঙ্খীদের মাঝে ফল বিতরণ । ছবি-আবু সাঈদ হেলাল

স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিক লীগ যুব কমিটির বগুড়া জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রামাণিক সিজারের নিজস্ব তহবিল হতে সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে মধুমাসের রসালো ফল আম বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে শহরের তিনমাথা রেলগেট অস্থায়ী কার্যালয়ে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে এসব ফল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিজিসিবির কেন্দ্রীয় নেতা আকমল হোসেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি ইমদাদুল হক এমদাদ, সোহানুর রহমান শিমুল, যুগ্মসাধারণ সম্পাদক রায়হানুর রহমান রোহান , সাংগঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুম।

আরো উপস্থিতছিলেন মেহেদী হাসান, রায়হান উদ্দিন প্রাং পলাশ, মোস্তাফিজুর রহমান,  আল আমিন, স্বাধীন প্রাং, আকাশ,  শামীম,  মাজেদ হোসেন বাটু, নুরামিন, জায়েদ, হাফিজুর রহমান মনি, জনাব আলী, বেলাল হোসেন,  শাওন হাসাব নিরব, সজিব প্রমুখ।