সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখা শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে চারমাথা সংগঠন কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রামাণিক সিজারের নিজস্ব তহবিল থেকে অর্ধশত শ্রমিকদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় শ্রমিক লীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি রাকিব উদ্দীন প্রামাণিক সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি বাদশা শেখ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল ইসলাম, মোঃ তুহিন , মোঃ হামিদুল কানটা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্মসম্পাদক মানিক মন্ডল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার সহ-সভাপতি সোহানুর রহমান শিমুল, ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ রাখি, রায়হানুর রহমান রোহান, সাকিরুল, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।