সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ায় শ্বাসকষ্ট জ্বর ও কাশি নিয়ে এক ব্যক্তি (৬৫) মার গেছেন। আজ সোমবার বিকেল ৫টায় মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনি মারা যান।
করোনা উপসর্গে মারা গেলেও তার নমুনার ফলাফল নেগেটিভ বলে জানিয়েছেন
হাসপাতালের ডাঃ এটিএম নুরুজ্জামান সঞ্চয়।
তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তিটি ডায়াবেটিস এর রোগী ছিলেন গত ১৬ মে ওই
ব্যক্তিটি জ্বর ও কাশি নিয়ে মোহাম্মাদ আলী হাসপাতালে নমুনা দিয়ে যান।
সোমবার বেলা সাড়ে ৩ টায় শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি ঘটলে
মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি হয় এখানেই বিকেল ৫ টায় তিনি মারা যান।
তিনি আরো বলেন, ব্যক্তিটির নমুনা ফলাফল নেগেটিভ এসেছে তার মানে তিনি
করোনায় আক্রান্ত ছিলেন না।
এর আগে আইসোলেশন ইউনিটে ৬ জন রোগী করোনা উপর্সগে মারা গেলেও তাদের নমুনার ফলাফলও নেগেটিভ ছিল।