
স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় হামিদ এন্ড সন্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে ভারত থেকে মসলা আমদানি করে প্যাকেটজাত করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের কলোনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম রাশেদুল ইসলাম ও এটিএম কামরুল ইসলাম।
ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৪ ধারা লঙ্ঘন করায় এ জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানটির মসলার প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের কোন রকম তারিখও ছিল না।
ভ্র্যাম্যমাণ আদালত অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী খান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।