বগুড়ায় হ্নিদরোগে আক্রান্ত হয়ে এক সাংবাদিকের মৃত্যু !

320
বগুড়ায় হ্নিদরোগে আক্রান্ত হয়ে এক সাংবাদিকের মৃত্যু ! ছবি-আকাশ সরকার

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ায় হ্নিদরোগে আক্রান্ত হয়ে সিনিয়র সাংবাদিক এম আর এইচ রফিক মুক্তার মারা গেছেন।

মৃত্যু কালে তার বয়স ছিলো (৫৫) বছর মঙ্গলবার রাত ২টা ২০মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

বগুড়ায় দীর্ঘদিন যাবত তিনি গণমাধ্যমকর্মী কাজ করেছেন। সাংবাদিক রফিক মুক্তার এর এই মৃত্যুতে বগুড়ার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।