বগুড়া’র আকাশতারায় প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতাকে জবাই করে হত্যা !!

459
বগুড়া'র আকাশতারায় প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতাকে জবাই করে হত্যা !! ছবি-পারভেজ সাদ্দাম

সুপ্রভাত বগুড়া (পারভেজ সাদ্দাম): বগুড়ায় প্রকাশ্য দিনের বেলায় কচু খেতের ভিতর আবু তালেব(৩৫) নামের এক যুবলীগ নেতা ও ছালার বস্তার ব্যাগ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

এ নিয়ে গত দুই দিনরে ব্যাবধানে একই স্থানে পরপর দুইটি হত্যার ঘটনা ঘটলো। নিহত আবু তালেব সাবগ্রাম হাট বন্দর যুবলীগের সাধারন সম্পাদক।

পুলিশ জানায়, বগুড়া শহরতলী আকাশতারা এলাকার মোঃ আবু সামাদের ছেলে আবু তালেফ সাবগ্রাম হাট থেকে বাড়ি দিকে যাচ্ছিলো।

এসময় আকাশতারা জুট মিল এলাকায় তার নিজ বাড়ির সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় ।

উল্লেখ্য, এর আগে গত ১২জুন শুক্রবার বেলা ১১টার দিকে শহরের উক্ত আকাশতারা এলাকায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শাকিল নামে এক বালু ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

একই এলাকায় ২ দিনের ব্যবধানে দুইটি খুনের এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে হত্যাকারীদেও গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।