বগুড়ার আদমদিঘীতে ইফতার বানানো নিয়ে মা বাবা’র উপরে অভিমান করে কলেজ ছাত্রীর আত্নহত্যা !

304

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইফতার বানানো নিয়ে বাবা মায়ে সাথে কথা কাটাকাটির জেরে শাহিদা আফরিন প্রিয়া (২২) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে।

নিহত শিক্ষার্থী উপজেলার সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া মহল্লার বছির
উদ্দিনের মেয়ে গত কাল শুক্রবার ২২ মে রাতে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা বলে, বৃহস্পতিবার বিকেলে ঐ শিক্ষার্থীকে তার বাবা মা ইফতার
বানাতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে সে বারান্দার বাঁশের আড়ার সাথে গলায় উড়না
ফাঁস দিয়ে ঝুলতে থাকে।

রাত ১টার দিকে তার বাবা ঘর থেকে বের হয়ে মেয়ের ঝুলান্ত লাশ দেখতে পায় এর
পর লোক জানাজানি হলে পুলিশকে খবর দেয়।

আজ শনিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা ও হয়েছে বলে আদমদীঘির থানার ইনচার্জ ওসি জালাল উদ্দি মুঠো ফোন সু প্রভাত কে এ বিষয়ে নিশ্চিত করেছেন।