বগুড়া’র কাঠাঁল তলায় রাস্তা থেকে রিক্সা চালকের লাশ উদ্ধার করল পুলিশ

307
বগুড়া'র কাঠাঁল তলায় রাস্তা ধেকে রিক্সা চালকের লাশ উদ্ধার করল পুলিশ। ছবি- দিপংকর

করোনার ভয়ে কেউ ছয়নি লাশ, শেষ ভরসা পুলিশ :

সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): বগুড়া সদর থানার সামনে ফুটপাত থেকে সালামত হোসেন নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মৃতদেহটি দেখতে পায় মানুষ।

কিন্তু করোনার ভয়ে কেউ লাশের কাছে যায়নি। পরে সদর থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায়, সালামত হোসেন পেশায় রিকশা-ভ্যান চালক। বাড়ি শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায়।

তিনি কয়েক দিন ধরে শ্বাসকষ্টের রোগে ভুগতেছিলেন। আজ সকালে থানা সামনে স্টাফ কোয়ার্টার সংলগ্ন মার্কেটের ফুুটপাত থেকে সালামতের মরদেহ উদ্বার করা হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।