বগুড়া’র কালিতলা হাটে অভিনব কায়দায় চায়ের দোকান চুরি!

586
বগুড়া'র কালিতলা হাটে অভিনব কায়দায় চায়ের দোকান চুরি! ছবি-পারভেজ সাদ্দাম

সুপ্রভাত বগুড়া (পারভেজ ইসলাম সাদ্দাম): আজ ৩রা জুন ২০২০ ইংরেজি কগুড়া কালিতলা হাটে একটি চায়ের দোকানে অভিনব কায়দায় চুরি হয়েছে।

জানা গেছে বগুড়া’র কালিতলা হাটে মিলন মিয়া দীর্ঘ্যদিন যাবত হোটেল ব্যবসার পাশাপাশি চায়ের স্টল পরিচালোনা করেন।

প্রতিদিনের ন্যায় আজও সে দোকান খোলার উদ্দেশ্যে আসেন এবং চায়ের দোকান পরিষ্কার করার লক্ষ্যে সার্টার খুলে দেখেন ভেতরে তার অনেক সমঞ্জামাদি নাই।

তিনি ভালো ভাবে লক্ষ করে দেখেন, পাশের জানালার সাইড দিয়ে কে বা কাহারা তার দোকানের ভেতরে রাখা বারোটি গ্যাসের সিলিন্ডার, দুইটি গ্যাসের চুলা, দুইটি সিলিং ফ্যান,

একটি টেবিল ফ্যান, দুইটি সসপেন, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও নগদ অর্থ সহ আরো অন্যান্য জিনিস চুরি করে নিয়ে গেছে।

চুরির এ ঘটনায় তিনি হতবিহ্বল হয়ে কান্নায় জড়িয়ে পড়েন, পরে আসপাশের লোকজন ছুটে এলে তিনি উক্ত ঘটনার বর্ণনা দেন। তার দোকানের জানালার বেষ্টনি ভেঙ্গে এই চুরি হয়েছে বলে তার ধারণা।

তিনি জানিয়েছেন তার চুরি হওয়া জিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা।

এদিকে লকডাউনের এই সময়ে হাটে লোক সমাগম কম থাকার সুযোগে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজনের ধারণা।

এদিকে চুরির এ ঘটনায় কালিতলা হাটের অন্যন্য দোকানদার ও স্থানীয় ব্যবসায়ি মহল ভয়ে আতঙ্কে রয়েছেন এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য জোড় অনুরোধ জানিয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।