সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে আইশোলেসন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে নাঈম (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় মারা যায় বোলে নিশ্চিত করেছেন মোহাম্মাদ আলী
হাসপাতালের আর এম ও ডাঃ শফিক আমিন কাজল।
তিনি আরও জানান, নাঈম শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে
ভর্তি হয়।
করোনা উপসর্গ থাকায় ভর্তির পরেই নমুনা সংগ্রহ করা হয়। পরে শুক্রবার সকাল
১০টার দিকে সে মারা যায়।
ডাঃ শফিক আমিন কাজল জানান, লাশ জীবাণু মুক্ত করে দাফনের জন্য কাহালুর
পালপাড়া পাঠানো হবে।