সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): বগুড়ার শহরের চেলোপাড়া এলাকায় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের নাম মোস্তফা (৫৮)। তিনি রাজু মারোয়ারির ফ্লাওয়ার মিল মিলের ম্যানেজার ছিলেন। তিনি নিজ ঘরে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএস বদিউজ্জামান বলেন, সন্ধ্যায় লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।