
সুপ্রভাত বগুড়া (তালোড়া প্রতিনিধি): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের দেবখন্ড গ্রামের বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সাবেক শিক্ষক আব্দুস সামাদ খন্দকার ( বাংলা শিক্ষক) গতকাল সন্ধ্যায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয় সকাল দশটায় বগুড়া শাহ সুলতান কলেজ চত্বরে এবং পরে বগুড়া থেকে এম্বুলেন্স করে নিজ বাসায় নিয়ে যায় ২য় জানাজা শেষে তাঁর মরদেহটি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের দেবখন্ড গ্রামে পারিবারিক কবরস্থানে আজ শনিবার বাদ জোহর দাফন করা হয়।
মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী-সন্তানসহ হাজারও ছাত্র- ছাত্রীসহ শুভাকাঙ্ক্ষী।