
সুপ্রভাত বগুড়া ( লোটাস, তালোড়া ): করোনা ভাইরাসের কারণে বগুড়ার দুপচাঁচিয়া ও তালোড়ার আশেপাশে কোন দোকানে মিলছে না জীবাণুনাশক ঔষধ তাই ডিটোল ও স্যাভলন দিয়ে জীবাণুনাশক ঔষধ স্প্রে করছে যানবাহন।
জীবাণুনাশক ঔষধ স্প্রে না করে ডেটলের পানি স্প্রে করলে কতটা জীবাণুনাশক হয় এনিয়ে শঙ্কায় রয়েছেন এসব যানবাহনের চলাচলকারী যাত্রীরা।
দুপচাঁচিয়া দিয়ে চলাচলকারী নওগাঁ – বগুড়া মহাসড়ক বাসগুলোতে সরকারের নিয়ম মেনে চললেও দুপচাঁচিয়া ও তালোড়ার থেকে বিভিন্ন জায়গায় চলাচলকারি থ্রি হুইলার সিএনজিচালিত অটোতে তিনজন করে যাত্রী উঠানোর আগে গাড়িতে
ও যাত্রীদের হাতে জীবাণুনাশক ঔষধ হিসেবে স্প্রে করছে ডেটল পানি ব্যাটারি চালিত অটোরিক্সা গুলো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গাদাগাদি করে যাত্রী উঠাতে দেখা যায় নেই কোন জীবাণুনাশক ঔষধ স্প্রয়ের ব্যবস্থা।
এলাকাবাসী ও চালকরা জানান দু’এক দোকানে স্যাভলন বা ডেটল মিললেও সেটা কিনতে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে। এসব বিষয়ে প্রশাসনের সুনজর কামনা করছেন এসব ভুক্তভোগী মানুষরা।