বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে পিক-আপ ভ্যানের চাপায় দুইজনের মর্মান্তিক মৃত্যু !

917
বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে পিক-আপ ভ্যানের চাপায় দুইজনের মর্মান্তিক মৃত্যু ! ছবি-দৌলত

সুপ্রভাত বগুড়া (এস এম দৌলত): বগুড়া বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে পিক-আপ ভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে বাইপাস সড়কের খামারকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে দুলাল হোসেন(৪০)। 

দেলোয়ার হোসেন পেশায় দর্জি শ্রমিক এবং দুলাল হোসেন কৃষিকাজ করতেন। স্থানীয় বাসিন্দারা জানায়, নিহত দুই ব্যক্তির বাড়ি বাইপাস সড়ক সংলগ্ন।

তারা সকালে ঘুম থেকে উঠে সড়কের পাশে বসে ছিলেন। এমন সময় মাটিডালীর দিকে যাওয়া একটি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসে থাকা দুইজনকে চাপা দিয়ে খাদে পড়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনার পরপরই উল্টে যাওয়া পিক-আপ এর ভিতর থেকে চালক হেলপার বের হয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পিক-আপটি আটক করে। বগুড়া সদর থানার পুলিশ  পরিদর্শক রেজাউল করিম রেজা বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে পিক-আপটি আটক করেছে।

নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পিক-আপের চালক ও হেলপারকে চিহ্নিত করতে চেস্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।