সুপ্রভাত বগুড়া (সাদ্দাম ইসলাম পারভেজ): বগুড়ার ধুনটে বিষাক্ত মদ পানে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) রাতে ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকায় তারা বিষাক্ত মদ পান করেন।
মৃত দুই জন হচ্ছেন ঈশ্বরঘাট গ্রামের আব্দুল্লাহের ছেলে আল আমিন (২৮) ও
একই গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুল আলিম (৩০) জানা গেছে, বুধবার সন্ধ্যার পর ঈশ্বরঘাট বাজারে এক সাথে চারজন মদ পান করে।
এদের মধ্যে আল আমিন রাতেই অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। এ ছাড়াও আব্দুল আলিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান। অপর দুজন অবস্থায় আত্নগোপন করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মদ জাতীয় কিছু পান করে দুজ জনের মৃত্যু হয়েছে।