সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে হাফিজুর রহমান (৪২) ও ফজর আলী (৪১) নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
জানা যায়, মৃতরা হলেন মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের মোকবুল হোসেনের
ছেলে হাফিজুর রহমান (৪২) ও একই গ্রামের নেদু খানের ছেলে ফজর আলী (৪১)।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া
বাজারে এ ঘটনা ঘটেছে।
ফজর আলী ও হাফিজুর রহমান তারা দুজনেই ব্যবসায়ী উপজেলার সাগাটিয়া হাট ছিলো সেখানে তারা দুজনে দোকান করছিলো।
সন্ধায় বৃষ্টিসহ ঝড় হাওয়া শুরু হয় পরে হঠাৎ করে দুই ব্যবসায়ীর উপরে একটি
বজ্রপাত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক
তাদের দুজনকে মৃত ঘোষণা করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।