সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে শয়ন ঘরে গলায় দড়ি দিয়ে এক জনের আত্নহত্যা করার খবর পাওয়া গেছে।
ঘটনা সূত্রে জানা যায়, বুড়িগঞ্জ ইউপির বেলভুজা উত্তর পাড়া গ্রামের ইসমাইল
প্রামানিকের পুত্র দুই সন্তানের জনক মোঃ এরফান আলী প্রামানিক (৪৬)
গত ২১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ীতে শয়ন ঘরের বাঁশের তীরের সাথে
গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে ডিউটি অফিসার সূত্রে
জানা যায়, এ সংবাদ লেখা পর্যন্ত এই আত্নহত্যা সঠিক কারণ জানা যায়নি।