বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলা থানার সার্কেল করোনা পজিটিভ! বিভিন্ন মহলের দোয়া কামনা

327
বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলা থানার সার্কেল করোনা পজিটিভ! বিভিন্ন মহলের দোয়া কামনা। ছবি-আকাশ সরকার

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার শেরপুর ও ধুনট থানার অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মোঃ গাজীউর রহমানের করোনা (পজিটিভ) শনাক্ত হয়েছে।

যিনি নিজেই এই করোনা মহামারিতে দিন রাত মানুষের সেবা করেছেন আজ সেই
মানুষটি নিজেই করোনায় আক্রান্ত।

ফেসবুকে তার জন্য অনেকেই দোয়া চেয়েছেন তার হাজারও ভক্ত আছে তারা বিভিন্ন
ভাবে সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন।

জনাব গাজীউর রহমান এই করোনা যুদ্ধে ছিলেন একজন অকুতভয় সৈনিক তিনি কখন নিজের কথা না ভেবে সাধার মানুষকে সচেতন সহ ঘরে ঘরে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।

আজ সেই মানুষটি করোনা পজিটিভ দৈনিক সুপ্রভাত বগুড়া এর পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভ কামনা রইলো আল্লাহ রাব্বুল আল আমীন অতি দ্রুত তাকে সুস্থ্যতা দান করুন।

তিনি যেন আবার মানুষের সেবায় ও দেশের কাজে যোগদান করতে পারে এই কামনা রইলো। সক্েই এই মহান মানুষটির জন্য দোয়া করবেন।