বগুড়াসহ ৫০ জেলা পুরোপুরি, ও ১৩ জেলা আংশিক লকডাউনের সিদ্ধান্ত !

493
বগুড়াসহ ৫০ জেলা পুরোপুরি, ও ১৩ জেলা আংশিক লকডাউনের সিদ্ধান্ত ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (জাতীয়): বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।

সরকারের শীর্ষ পর্যায় থেকে এ কথা জানানোর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউন (রেড জোন বিবেচিত) করার সিদ্ধান্ত নিয়েছে।

আংশিক লকডাউন (ইয়েলো জোন বিবেচিত) হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় (গ্রিন জোন বিবেচিত) এমন জেলা হচ্ছে একটি এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।

যে কোন সময় ঢাকা থেকে শুরু হবে রেড জোনে লকডাউন। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৫ হাজার ৭৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৮৮৮ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৭৪৩ জন।