বগুড়া আদমদীঘিতে আবারো ২ জনের করোনা পজেটিভ !

319

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান,আদমদীঘি,বগুড়া): বগুড়ার আদমদীঘিতে নারায়নগঞ্জ ফেরত আরও দুই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের মহিলা মেম্বার কোহিনুর বেগমের ছেলে কামরুল হাসান (২৮) ও ভাতিজা ইমরান হোসেন (১৮)। এ নিয়ে উপজেলায় ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও ৪জন সুস্থ হয়েছেন।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১মে নারায়নগঞ্জ থেকে ফিরে ওই দুই যুবক বগুড়া শজিমেক হাসপাতালে তাদের নমুনা দিয়ে বাড়ি আসেন।

পরের দিন শুক্রবার তাদের করোনা পরিক্ষার রিপোর্ট পজেভিট আসে। কিন্তু তাদের কোনো উপসর্গ না থাকায় আলাদা বাড়ির একটি কক্ষে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো সমস্যা দেখা দিলেই তাদের বাড়ি থেকে হাসপাতালে নেয়া হবে।