বগুড়া আদমদীঘিতে বেডোর প্রবীণ কর্মসূচির আওতায় সম্মাননা প্রদান

207
বগুড়া আদমদীঘিতে বেডোর প্রবীণ কর্মসূচির আওতায় সম্মাননা প্রদান। ছবি-শিমুল হাসান

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান ,আদমদীঘি): বগুড়ার আদমদীঘিতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বেডোর সম্মাননা ও বিশেষ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় ছাতিয়ানগ্রামের নিমাইদীঘিগ্রামে প্রবীণ সামাজীক কেন্দ্রে জালাল উদ্দীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ উদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, বেডোর উপ-পরিচালক (প্রোগ্রাম) রোজিনা খানম, মাইক্রোক্রেডিট আতোয়ার হোসেন, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আব্দুল আল মুফতি, সাবেক ইউপি সদস্য মমতাজ আলী প্রমূখ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা হিসেবে মুক্তিযোদ্ধ আব্দুল হারেজ চৌধুরী, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু ও চেয়ারম্যান আব্দুল হক আবুকে এবং শ্রেষ্ঠ সন্তান সম্মাননা পুরস্কার হিসেবে নাছির উদ্দিন, লাভলী বেগম,

আনোয়ার হোসেনকে ক্রেস্ট, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া এলাকার প্রবীনদের মাঝে ৩৫টি ওয়াকিং স্টিক ও ২টি হুইলচেয়ার প্রদান করা হয়।