বগুড়া এখন করোনার হটস্পট; নতুন করে আজ আক্রান্ত ২৬ জন !

323
বগুড়া এখন করোনার হটস্পট; নতুন করে আজ আক্রান্ত ২৬ জন ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): রাজশাহী বিভাগের করোনা হটস্পট হয়ে উঠেছে বগুড়া জেলা তবে গতকাল রেকর্ড সংখ্যক আক্রান্ত রোগী শনাক্ত হলেও তার অর্ধেকে নেমে এসেছে।

এরই ধারাবাহিকতার আজ বগুড়ায় নতুন করে ২৬ জনের শরীরে করোনা শনাক্ত
হয়ছে।এদের মধ্যে পুরুষ ১৭ জন, মহিলা ৭ জন ও শিশু ২ জন।

আজ (৩ রা জুন) রাত ৮টায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন
বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা ৪৭৫ জনে দাঁড়ালো। এদের মধ্যে ২৩ জন সুস্থ
হওয়ায় এদের মধ্যে ৪৪৯ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদের মধ্যে সদরে ১৪ জন, শাজাহাপুরে ২জন,দুপচাচিয়ায় ৪জন, সারিয়াকান্দি ও ধুনটে ১ জন করে।

সদরের মধ্যে মালগ্রাম ও জলেশ্বরীতলা, ঠেঙ্গামার, শেরপুরে ২জনের মধ্যে
উপজেলা স্বাস্থ কমেপ্লেক্সের ১জন, ডাক্তার ও মহিপুর ডেইরী ফার্মের ১জন
স্টাফ রয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের হাতে আজ ১৮৮টি ফলাফল এসেছে।

যার মধ্যে শজিমেক ১৫৩ ও টিএমএস সের ২৮টি নমুনা পরিক্ষার রিপোর্ট এসেছে তাদের মধ্যে বগুড়ায় ২৬ টি পজিটিভ।