বগুড়া গাবতলী মহিষাবান ইউপি ৩নং ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে যুব কমিটি সভাপতি সিজার প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ

350

সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): বগুড়া গাবতলী মহিষাবান ইউপি ৩নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে জাতীয় শ্রমিক লীগ যুব কমিটি বগুড়া জেলা শাখার পুতিষ্ঠাতা সভাপতি রাকিব উদ্দিন প্রামানিক সিজার ভাই এর ব্যক্তিগত তহবিল থেকে-

প্রায় অর্ধশতাধিক কর্মহীন হয়ে পড়া ঈদুল ফিতরকে সামনে রেখে এবং করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে মহিষাবান ইউপি ৩নং ওয়ার্ড এর কর্মহীন হয়ে পড়া গরিব অসহায় মেহনতির মানুষের মাঝে প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০ ঘটিকায়, গাবতলী মহিষাবান ৩ নং ওর্য়াডের এলাকার কৃতি সন্তান জাতীয় শ্রমিক লীগ যুব কমিটির বগুড়া জেলা শাখার এ্যাণ ও পৃর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান ( নয়ন ) এর আয়োজনে> খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক খলিলুর রহমান ( খলিল ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ হাফিজার রহমান ( টোনা ) আর ও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড এলাকার যুব সমাজ ইনতিয়াজ ইসলাম ( সাফি ) ও চাঁন সরকার।