
সুপ্রভাত বগুড়া (এ.কে দিপংকর (সদর উপজেলা প্রতিনিধি): বগুড়া পৌরসভার ১৮নং ওয়ার্ডে তৃতীয় ধাপে আরো ৩০০ জন কার্ডধারীদের মাঝে বিশেষ ওএমএস চাল বিতরনের উদ্বোধন করেন কাউন্সিলর মোরশেদ মিটন।
করোনা ভাইরাসে নাকাল সারাবিশ্ব, বাদ যায়নি বাংলাদেশও। বেহাল অবস্থায় অর্থনীতি, অধিকাংশ মানুষেরি কর্ম না থাকায় খুব বাজে পরিস্থিতি। পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ঘোষিত কর্মহীন মানুষের জন্য খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস মাধ্যমে ১০টাকা কেজি চাল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কার্ডধারীদের মাঝে বিতরন করা হচ্ছে।
আর এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শহরের ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপে ওএমএস মাধ্যমে ১০টাকা কেজি চাল কর্মহীন মানুষের মাঝে বিতরনের উদ্বোধন করেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এস এম মোরশেদ মিটন। ১০ টাকা দরে ২০ কেজি করে নতুন আরোও ৩০০ জন সুবিধাভোগীদের মাঝে বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মিজানুর রহমান মিলি, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি। এছাড়াও উপস্থিত ছিলেন কাজী খোরশেদ সহ অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।