বগুড়া শেরপুর উপজেলায় ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার!

194
বগুড়া শেরপুর উপজেলায় ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার! প্রতিকী ছবি-আকাশ

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার শেরপুর উপজেলায় চতুর্থ শ্রেণির ১ ছাত্রী ডোবা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকাল ৫টার দিকে শেরপুরের খন্দকারটোলা এলাকার এক ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নূপুর ওই এলাকার কামাল হোসেনের ময়ে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানন, নূপুরে বাবা মা শেরপুরে না থাকায় সে নানা নানির সঙ্গে থাকতো। সকাল ১১টা থেকে সে নিখোঁজ ছিলো।

বিকালে তার লাশ নানির বাড়ির পাশের এক ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, লাশের শরীরে প্রাথমিক অবস্থায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।