সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়া সদরে শেখেরকোলা ইউনিয়নে তলি হারা দক্ষিণপাড়া বাহিরবাড়ি গ্রামের মোঃ শফিকুল ইসলাম লবার বজ্রপাতে মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে জমিতে কাজ করতে যায়। জমিতে যাওয়ার পর শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত।
এ পর্যায়ে বজ্রপাতের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে কৃষক শফিকুল।
পরে স্থানীয়রা বগুড়া টি এম এস এস হাসপাতালে নিয়ে গেলে শফিকুল ইসলামকে
দেখে চিকিৎসক মৃত ঘোষণা করেন।