বগুড়া সান্তাহারে দৈনিক জনকন্ঠ পত্রিকার সাংবাদিকের মাতার ইন্তেকাল

215
বগুড়া সান্তাহারে দৈনিক জনকন্ঠ পত্রিকার সাংবাদিকের মাতার ইন্তেকাল।

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান,আদমদীঘি,বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের বাসিন্দা ও দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা সাংবাদিক হারেজুজামান হারেজের মাতা সামিজান বেওয়া ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বুধবার রাত্রি আনুমানিক ৮টা ১৫ মিনিটে তার নিজ বাস ভবনে বার্ধক্যজনিক কারনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে সে ৫ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর মালশন ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে সান্তাহার মডেল প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দুলাল, সদস্য মোঃআতিকুর হাসান সজীব ও সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু,

সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সহ প্রেস ক্লাবের সদস্য গণ মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন।Attachments area