বগুড়া সান্তাহারে নৈশ্য প্রহরীকে অজ্ঞান করে দোকান চুরি !

643

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান,আদমদীঘি,বগুড়া): বগুড়া সান্তাহার বশিপুর বাইপাস রোডের মের্সাস আশা ট্রেডাসের নৈশ্য প্রহরীকে অজ্ঞাতনামা চুরের দল খাদ্যের সাথে নেশা জাতীয় দ্রব্য খায়িয়ে অজ্ঞান করে।

এরপর চুরের দল দোকান ঘড়ের তালা ভেঙে সাড়ে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

দোকান মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু জানান, সোমবার দিবাগত রাতে দোকানের নাইটগার্ড মেছের আলী (৫০) কে অজ্ঞান করে দোকানের তালা ভেঙে চোরেরা ৪কার্টুনে রাখা ৪৪হাজার টাকা মূল্যের ১শ ১০পিস মোবিল ও ৩লাখ টাকা মূল্যের মাইক্রোবাসের ৩৭টি নতুন টায়ার চুরি করে নিয়ে গেছে।

আজ মঙ্গলবার সকালে দোকানে এসে ঘটনাটি জেনে পুলিশকে অবিহিত করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

আসামীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য জোড় তৎপরতা চালানো হচ্ছে।বর্তমানে নৈশ্য প্রহরীকে সু চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সে এনায়েতপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে বলে জানা গেছে।