সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): দেশ নেত্রীর নির্দেশনায়, কেন্দ্রীয় ছাত্রলীগের অনুপ্রেরনায়, চন্ডীহারা কোয়ালীপাড়া বেলাল হোসেনের ১ বিঘা জমির ধান কেটে দিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক “সাজ্জাদ আলম পারভেজ”।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ জয়,রাছেল হোসেন,সাফল্য রহমান,অর্পন বকসী,আবিদ হাসান,এন.কে আরাফাত সহ আরোও অনেকে।
এসময় সাজ্জাদ আলম পারভেজ জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক আমরা বগুড়া জেলা ছাত্রলীগ সদা সর্বদা মানুষের পাশে আছি।