সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব ): বগুড়ার ধুনটে খেয়া ঘাটের ভাড়া না পেয়ে বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা করা হয়েছে। এতে আহত হয়েছে অন্ততঃ ৪ জন।বৃহঃবার ২ জুলাই উপজেলার নিগাছি খেয়াঘাটের বিরোধ নিয়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলো নিমগাছি গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে বাদশা মন্ডল, বাদশা মন্ডলের স্ত্রী মিনি খাতুন. মনির উদ্দিনের ছেলে ইউনুস মন্ডল ও হেলাল মন্ডলের স্ত্রী কুলছুম খাতুন।
স্থানীয়রা জানান, নিমগাছি পৃর্বপাড়া খেয়া ঘাটে নাংলু গ্রামের কতিপয় কিছু লোক পারাপার হওয়ার পর খেয়া পারাপারের ভাড়া নিয়ে বাদশা মন্ডলের সাথে তর্ক হয়। এক পর্যায়ে বাদশা মন্ডলের সাথে তাদের ধস্তা ধস্তি ও মারপিটের ঘটনা ঘটে।
কিছুক্ষন পর নাংলু গ্রামের ওই সকল লোকজন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাদশা মন্ডলের বসত বাড়ীতে অর্তকিত হামলা চালিয়ে ঘরের বেড়া কুপিয়ে ভাংচুর করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় হামলায় ৪ জন আহত হয়।
আহত বাদশা মন্ডল জানান, এ ঘটনায় পরিবারের সবাই আহত হয়েছে এবং মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এবিষয়ে ধুনট থানার এসআই আনিচুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।