বগুড়ার ধুনটে (ধান কাটার মেশিন) কম্বাইন হারভেষ্টার বিতরণ

221
বগুড়ার ধুনটে কৃষি অধিদপ্তরাধীন ২০১৯-২০২০ অর্থ বছরে পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্রপাতি (ধান কাটার মেশিন) কম্বাইন হারভেষ্টার বিতরণ করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আব্দুল হাই খোকন। ছবি-রায়হানুল

সুপ্রভাত বগুড়া (রায়হানুল ইসলাম, বগুড়া): বগুড়ার ধুনটে কৃষি অধিদপ্তরাধীন ২০১৯-২০২০ অর্থ বছরে পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্রপাতি (ধান কাটার মেশিন) কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়েছে।

রোববার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলার পীরহাটি গ্রামের মোলা বক্সের পুত্র কৃষক মোঃ শহিদুল ইসলামের হাতে একটি(ধান কাটার মেশিন) কম্বাইন হারভেষ্টার মডেল নং অএ-৬০০, ব্রান্ড- ণঅঘগঅজ-এর চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আব্দুল হাই খোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের জন্য কৃষি উপকরণসহ, সার-বীজ সহজলভ্য করে কৃষিতে স্বয়ংসম্পর্ণতা অর্জন করেছে। আজকে ক্ষুধা-দারিদ্র্যহীন হয়ে, না খেয়ে মানুষকে মরতে হয়না।

এজন্য সরকারের পাশাপাশি কৃষককেও সচেতন হয়ে সকল উপকারীতার সদ্যহার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মুহাঃ মশিদুল হক, সহকারী কৃষি অফিসার মোঃ মুন্জুরুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি আফিসার মুহাঃ মশিদুল হক জানান, ২০১৯-২০২০ অর্থ বছরে পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার অংশ হিসেবে সরকারের অর্ধেক সহায়তায় বা ভুতুর্কির মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ যাবৎ ৫ টি কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়েছে।